চট্টগ্রামে বাসা ভাড়া নিয়ে মদ বানায় ৩ পাহাড়ি যুবক

নগরের একটি বাসা থেকে ২ হাজার ১৭ লিটার দেশীয় চোলাই মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে চান্দগাঁও বরিশাল বাজারের ময়দান মিল টাওয়ারে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- লক্ষ্মীধন তঞ্চঙ্গ্যাঁ (২৪), সিংকল চাকমা (২৮) ও উজ্জ্বল মনি চাকমা (৩৮)।

আরও পড়ুন : কুমিল্লা থেকে গাঁজা কিনে সিআরবির ভাড়া বাসায় রেখেছিল ২ যুবক

পুলিশ জানায়, আটকরা পার্বত্য চট্টগ্রাম থেকে দেশীয় চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ নিয়ে আসেন। এরপর ভাড়া বাসায় বিশেষ প্রক্রিয়ায় এসব চোলাই মদ তৈরি নগরের বিভিন্ন খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করতেন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, সোমবার বরিশাল বাজার ময়দান মিল টাওয়ারের একটি ভাড়া বাসা থেকে ২ হাজার ১৭ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মদ তৈরির কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!