চট্টগ্রামে নৌকার বড় জয়, সাংসদ হলেন নোমান আল মাহমুদ

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে বিশাল জয় পেয়েছে নৌকা। আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মো. আবদুস সামাদ পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৮টায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ভোট গণনা শেষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মু. হাসানুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন: বোয়ালখালীতে নৌকার বৈঠা নোমান আল মাহমুদের হাতে

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম-৮ আসনের ১৯০টি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। এছাড়া মো. আবদুস সামাদ ৫ হাজার ৮৭ ভোট, চেয়ার প্রতীকের সৈয়দ মো. ফরিদ উদ্দিন ১ হাজার ৮৬০ ভোট, আম প্রতীকের কামাল পাশা ৬৭৩ ভোট এবং একতারা প্রতীকের মীর মো. রমজান আলী পান ৪৮০ ভোট।

এ নির্বাচনে ১৪ দশমিক ৫৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সবমিলিয়ে ভোটার ছিল ৫ লাখ ১৭ হাজার ৬৫১ জন। এর মধ্যে ৭৫ হাজার ৩০৫ জন ভোট দেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ নভেম্বর এই আসনের সংসদ সদস্য জাসদ নেতা মইন উদ্দিন খান বাদল মারা যান। এরপর ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও। এরপর থেকে শূন্য আসনটিতেই এবার উপনির্বাচন হলো।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!