বোয়ালখালীতে নৌকার বৈঠা নোমান আল মাহমুদের হাতে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

শনিবার (২৫ মার্চ) সকাল ১১টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এ মনোনয়ন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২৭ জন মনোনয়নের জন্য আবেদন করেন। এতে প্রয়াত দুই সংসদ সদস্যের স্ত্রী, স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা এবং ব্যবসায়ীও ছিলেন।

আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ একাংশ) চট্টগ্রাম -৮ আসনের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন— আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম, এসএম কফিল উদ্দীন, মো. হায়দার আলী চৌধুরী, মু. মোস্তাফিজুর রহমান ও মো. আরশেদুল আলম বাচ্চু, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. খোরশেদ আলম, উপদেষ্টা মো. জাহেদুল হক ও সাবেক সহসভাপতি মো. মনছুর আলম, নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য বিজয় কুমার চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু তাহের, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এসএম নুরুল ইসলাম, মোহরা সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আশেক রসুল খান ও সুকুমার চৌধুরী, পাঁচলাইশ ওয়ার্ড সদস্য মো. এমরান, বায়েজিদ বোস্তামি থানা কমিটির সদস্য কফিল উদ্দিন খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবদুল কাদের, সাবেক সহসভাপতি এসএম আবুল কালাম, দক্ষিণ জেলা তাঁতী লীগের সহসভাপতি জহুর চৌধুরী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার মো. মনোয়ার হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক মো. মাহাবুব রহমান, নগর কমিটির সাবেক সহসভাপতি এটিএম আলী রিয়াজ খান, সাবেক সংসদ সদস্য প্রয়াত মোছলেম উদ্দিন আহমেদের স্ত্রী বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য শিরিন আহমেদ, একই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মঈনউদ্দিন খান বাদলের স্ত্রী চান্দগাঁও ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য সেলিনা খান।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!