চট্টগ্রামে ধরা পড়ল পালের গোদা প্রদীপ, জেলা প্রশাসনের গণশুনানিতে জাল খতিয়ান

জাল খতিয়ান তৈরি করে জমি অধিগ্রহণের আবেদন করায় প্রদীপ বড়ুয়া নামে একজনকে আটক করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে তাকে আটক করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণশুনানির সময় এক ব্যক্তি তার আরএস ও বিএস খতিয়ানের সার্টিফাইড কপি দেখিয়ে জমি অধিগ্রহণের আবেদন করেন। তার আবেদনে জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাসের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক যাচাই-বাছাই করে দেখেন খতিয়ানগুলো জেলা রেকর্ড রুম থেকে সরবরাহ করা হয়নি। রেকর্ড শাখার কর্মকর্তার স্বাক্ষর জাল করে এসব তৈরি করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানান, প্রদীপ বড়ুয়া নামের ওই দালাল দেড় হাজার টাকার বিনিময়ে খতিয়ানগুলো দিয়েছেন।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস অভিযান চালিয়ে প্রদীপ বড়ুয়াকে আটক করেন। এরপর তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, খতিয়ান জাল করে ভূমি অধিগ্রহণের আবেদন করেন এক ব্যক্তি। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় খতিয়ানগুলো স্বাক্ষর জাল করে তৈরি করা হয়েছে। এ ঘটনায় প্রদীপ বড়ুয়া নামের একজনকে আটকের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!