চট্টগ্রামে জ্বরে আক্রান্তদের ফ্রি-তে ডেঙ্গু পরীক্ষা করবে সিটি করপোরেশন

নগরে জ্বরে আক্রান্ত সন্দেহজনক রোগীদের বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় নগরের সদরঘাট এলাকায় চসিক জেনারেল হাসপাতালে এ কার্যক্রম উদ্বোধন করবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

আরও পড়ুন : চট্টগ্রামে ‘ভয়াবহ’ ডেঙ্গু, বাড়ছে মৃত্যু

এ বিষয়ে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সিটি করপোরেশনের পক্ষ থেকে জ্বরে আক্রান্ত সন্দেহজনক রোগীদের বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করানো হবে। টেস্টের জন্য কীট কেনা থেকে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

ডেঙ্গুর লক্ষণ দেখা দিলেই ওষুধ গ্রহণ না করে দ্রুততম সময়ের মধ্যে টেস্ট করা এবং ঘরের কোথাও পানি জমে থাকলে তা অপসারণে নাগরিকদের পরামর্শ দেন তিনি।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!