চট্টগ্রামে জামায়াত-বিএনপির নৈরাজ্য রুখতে যুবলীগ নেতাকর্মীরা প্রস্তুত : ইঞ্জিনিয়ার মহিউদ্দিন 

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মো. মহিউদ্দিন বলেছেন, চট্টগ্রাম শান্তির জনপদ। এই শহরে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ এবং জামায়াত-বিএনপির অপতৎপরতা প্রতিহত করতে মহানগর যুবলীগের সব নেতাকর্মী প্রস্তুত আছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে নগরের বায়েজিদ টেক্সটাইল এলাকায় বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ আয়োজন করা হয়।

আরও পড়ুন  : বিএনপি-জামায়াত সমাবেশের নামে ‘নাশকতা’ করলে রাজপথেই জবাব—আ জ ম নাছির

এর আগে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মিছিল বের করা হয়। টেকনিক্যাল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর টেক্সটাইল মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইকবাল হোসেন জুয়েল, মোশাররফ হোসেন, মো. আলমগীর, আশিকুর রহমান খোকন, নুরুল হক মনির, সোহেল রানা, মো. সিরাজ, মো শাকিল, জসীমউদ্দীন, মহিনউদ্দীন তুষার, মো. আজমল, অমিত দে, মো. তারা মিয়া, মনিরুল হন মনির, রাজীবুর রহমান, এখলাসুর রহমান, নুর হাসিব, বেলাল উদ্দিন মো. আলাল, ওসমান গণি মনা, নুরুল আলম নুরু, ফয়সাল, সাজিদ, মো. ইসমাইল, জসীম, মো. সাদ্দাম ও ইবরাহীম।

এসআর/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!