চট্টগ্রামে করোনা : শনাক্তে ‘সুখবর’—মৃত্যুতে ‘দুঃসংবাদ’

চট্টগ্রামে করোনায় শনাক্তে এসেছে সুখবর। একদিনের ব্যবধানে শনাক্ত নেমে এসেছে প্রায় অর্ধেকে। তবে মৃত্যুতে এসেছে দুঃসংবাদ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক করোনা রোগী

এদিন নগরের এক বাসিন্দা মারা যান। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮৭ জন। শনাক্তের হার ২১.২২ শতাংশ। এদের ৩৯৮ জন নগর এবং ১৮৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন ১ হাজার ১১৫ জন শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭.৪২ শতাংশ।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা: মৃত্যুশূন্য দিনে লাফিয়ে বাড়ল শনাক্ত

সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২ ল্যাবে ২ হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে শেভরনে ৫৯৫ নমুনায় ১১৫ জন, এন্টিজেন টেস্টে ৩৭৩ নমুনায় ৭৫ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬৮ নমুনায় ৫৯ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২৫১ নমুনায় ৫০ জন, বিআইটিআইডিতে ২৫০ নমুনায় ৪৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৯৪ নমুনায় ১৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩১ নমুনায় ৫৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৬ নমুনায় ২৬ জন, ইপিক হেলথ কেয়ারে ৮৪ নমুনায় ২১ জন, আরটিআরএলে ২৫ নমুনায় ১৩ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৮ নমুনায় ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজে, ল্যাবএইড এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হয়নি কোনো নমুনা পরীক্ষা।

উপজেলার মধ্যে হাটহাজারী ৩৬ জন, রাঙ্গুনিয়া ২৪ জন, রাউজান ২০ জন, ফটিকছড়ি ১৯ জন, আনোয়ারা ১৬ জন, পটিয়া ১৫ জন, বাঁশখালী ৩ জন, সাতকানিয়া ১১ জন, সীতাকুণ্ডে ১২ জন, বোয়ালখালী ১০ জন, চন্দনাইশ ৮ জন, সন্দ্বীপ ৮ জন, মিরসরাই ৫ জন এবং লোহাগাড়ায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কর্ণফুলী উপজেলায় কোনো করোনো রোগী পাওয়া যায়নি।

আরও পড়ুন : বুস্টার ডোজের বয়স কমলো, ১২ বছরের বেশি হলেই করোনার টিকা

নগরে ৮৭ হাজার ২৭৭ জন এবং উপজেলায় ৩২ হাজার ৪৩৭ জনসহ মোট শনাক্ত ১ লাখ ১৯ হাজার ৭১৪ জন।

চট্টগ্রামে মোট মৃত্যু ১ হাজার ৩৫৫। যার ৭৩১ জন নগর এবং ৬২৪ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!