চট্টগ্রামে করোনা : ছুটির দিনে দারুণ খবর

ছুটির দিনে ‘দারুণ খবর’ এসেছে চট্টগ্রামের করোনায়। করোনায় কমেছে শনাক্তের হার। আগের দিনের চেয়ে কমেছে শনাক্তের সংখ্যাও। এর চেয়ে বড় ব্যাপার গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কোনো মৃত্যু হয়নি।

এদিন নতুন করে আক্রান্ত হয়েছে ৫৩৯ জন। শনাক্তের হার ১৬.৮৯ শতাংশ। আক্রান্তদের ৩৪৪ জন নগর এবং ১৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন শনাক্ত হয়েছিল ৫৮০ জন। শনাক্তের হার ছিল ১৮.৮৮ শতাংশ।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : ৩ দিন পর থামল মৃত্যুর মিছিল

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০ ল্যাবে ৩ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ৫৪২ নমুনায় ১৭৫ জন, শেভরনে ৫৬৪ নমুনায় ৬৯ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩৯৪ নমুনায় ৪২ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৪৪ নমুনায় ৪২ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩২৮ নমুনায় ১৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৭৪ নমুনায় ১৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৫৫ নমুনায় ৮৯ জন, এন্টিজেন টেস্টে ২৪২ নমুনায় ৩১ জন, ইপিক হেলথ কেয়ারে ১৭৪ নমুনায় ৫৪ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৩ নমুনায় ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে, কক্সবাজার মেডিকেল কলেজ, আরটিআরএল, মেট্রোপলিটন হাসপাতাল, ল্যাবএইড এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন : বুস্টার ডোজের বয়স কমলো, ১২ বছরের বেশি হলেই করোনার টিকা

উপজেলার মধ্যে মিরসরাই ৩১ জন, ফটিকছড়ি ২৯ জন, হাটহাজারী ২১ জন, সাতকানিয়া ১৯ জন, রাউজান ১৭ জন, বোয়ালখালী ১৪ জন, পটিয়া ১১ জন, সীতাকুণ্ড ৯ জন, চন্দনাইশ ৮ জন, আনোয়ারা ৮ জন, বাঁশখালী ৮ জন, রাঙ্গুনিয়া ৮ জন, লোহাগাড়া ৭ জন এবং সন্দ্বীপে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কর্ণফুলী উপজেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

নগরে ৮৮ হাজার ৯৪৫ জন এবং উপজেলায় ৩৩ হাজার ১৬৬ জনসহ মোট শনাক্ত ১ লাখ ২২ হাজার ১১১ জন।

চট্টগ্রামে মোট মৃত্যু ১ হাজার ৩৫৯। যার ৭৩৪ জন নগর এবং ৬২৫ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!