চকরিয়ায় অস্ত্রের মুখে বাজার থেকে যুবককে তুলে নিয়ে খুন

চকরিয়ায় অস্ত্রের মুখে বাজার থেকে তুলে নিয়ে আবদুর রহমান (৩৫) নামের এক যুবককে খুন করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে তাকে মালুমঘাট স্টেশন থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত আবদুর রহমান চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ারর্ডের ডুমখালী এলাকার মো. ইউছুপের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের রিজার্ভপাড়া ও ডুমখালী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে এলাকার চিহ্নিত ডাকাতরা আবদুর রহমানকে প্রকাশ্যে বাজার থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে খুন করেছে। এছাড়া প্রায়সময় দুএলাকার মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এর আগেও এলাকায় খুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : শিশু রাইফা খুন—পার পাচ্ছেন না ম্যাক্স হাসপাতালের সেই ৪ ডাক্তার

এ বিষয়ে ডুলহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, আজ বিকেলে সাড়ে ৫টার দিকে রিজার্ভপাড়ার একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে আবদুর রহমানকে মালুমঘাট স্টেশন থেকে তুলে নিয়ে যায়। এরপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট স্টেশনের অদুরে ফরেস্ট অফিসের সামনে তার লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। ছুরিকাঘাতে তাকে খুন করা হয়েছে। শরীরের বেশকিছু জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!