সীতাকুণ্ডে লাখো গলদা চিংড়ি পোনা জব্দ, পশু খাদ্য ভাণ্ডারের মালিককে জরিমানা

সীতাকুণ্ডে সাগর উপকূলের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে ১ লাখ গলদা চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। এছাড়া কুমিরার পশু খাদ্য ভাণ্ডারের মালিক কামরুল হোসাইনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন : সীতাকুণ্ড পৌরসভা বাজারে চিংড়ির ভেতর ঢুকানো হয় জেলি

জানা যায়, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধির জন্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা বাস্তবায়নে এই অভিযান চালানো হয়। অভিযানে বাঁশবাড়িয়ার আকিলপুর থেকে আনুমানিক ১ লাখ গলদা চিংড়ি জব্দ করা হয়। এছাড়া জাহানাবাদ গাবতলী ঘাটে ৩০ কেজি সামুদ্রিক মাছ জব্দ শেষে নিলামে বিক্রি করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরীসহ অন্যরা।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!