সীতাকুণ্ড পৌরসভা বাজারে চিংড়ির ভেতর ঢুকানো হয় জেলি

সীতাকুণ্ড পৌরসভা বাজারে বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

জানা যায়, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: জাতীয় পরিসংখ্যান দিবসে সীতাকুণ্ডে নানা আয়োজন

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযানে ভাই ভাই মাছের আড়তকে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ২০ হাজার টাকা, বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিস ফিডসে লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা ও কল্যাণী এগ্রো ফিস ফিডের লাইসেন্স নবায়ন না করায় ১০ হাজার টাকা জরিমানা টাকাসহ মোট ৩০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!