খুনের মামলা কাঁধে শাহজাহান লুকিয়ে ছিল ১০ বছর

চকরিয়ায় দীর্ঘ ১০ বছর পালিয়ে থাকা হত্যা মামলার আসামি মো. শাহজাহানকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খুটাখালী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তার শাহজাহানকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : সাজা কাঁধে কালামিয়া বাজার ঘুরছিল ইরফাদ

মো. শাহজাহান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপড়ার আবু বক্করের ছেলে।

র‌্যাব-১৫ জানায়, ২০১৪ সালের একটি হত্যা মামলায় আসামি মো. শাহজাহান। ওই মামলায় আদালত শাহজাহানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন। গোপন সংবাদে খুটাখালির নিজ বাড়িতে অবস্থানের খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, মো. শাহজাহান নামে হত্যা মামলার এক আসামিকে হস্তান্তর করেছে র‌্যাব-১৫। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!