১০ হাজার অসহায়কে খাবার দিলেন আ জ ম নাছির

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের পক্ষ থেকে অসহায় ও গরীব দুস্থদের মাঝে ১০ হাজার প্যাকেট রান্না করা তবারুক বিতরণ করা হয়।

সোমবার (১৫ আগস্ট) দিনব্যাপী খতমে কোরআন, দোয়া মাহফিল ও তবারুক বিতরণের আয়োজন করা হয়।

আরও পড়ুন: পদ্মা সেতু আজ বাংলার বিস্ময় : আ জ ম নাছির উদ্দীন

নগরের ৩১টি এতিমখানা ও ৪১টি ওয়ার্ডের বিভিন্ন মাজারে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের মাঝে ১০ হাজার প্যাকেট রান্না করা তবারুক বিতরণ করা হয়। এ সময় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দীন চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, একাত্তরের পরাজিত শক্তি ঘাতকদের বুলেটে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কর্তৃক খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যায় পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া করা হয়েছে। এছাড়া এতিমখানা ও নগরের বিভিন্ন মাজারে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আরএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!