বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে পুড়ে গেছে শ্রমিক, উড়ে গেছে টিনের ছাউনি

বাঁশখালীর গণ্ডামারায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে হঠাৎ বিস্ফোরণে মো. শাহাদাত হোসেন (২২) নামের এক শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এসময় একটি কক্ষের টিনের ছাউনি উড়ে যায়।

শনিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত শ্রমিককে অ্যাম্বুলেন্সে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: চীনা কর্মীর লাশ পেল বিদ্যুৎ প্রকল্পের পাইলিংয়ের গর্তে

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রের একটি কক্ষে ওয়েলডিং করার সময় রাসায়নিক থিনারের সঙ্গে স্পার্কের কারণে আগুন ধরে যায়। এসময় বিস্ফোরণ হলে ওই শ্রমিক দগ্ধ হন এবং কক্ষের উপরের টিনের ছাউনি উড়ে যায়।

এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্রের প্রধান সমন্বয়কারী মো. ফারুক আলোকিত চট্টগ্রামকে বলেন, আহত শাহাদাতকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। ওয়েলডিং করার সময় রাসায়নিক থিনারের সঙ্গে স্পার্কের কারণে আগুন ধরে যায়। অতি গরমের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

উজ্জ্বল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!