কোপার ১৫ শিরোপা আর্জেন্টিনার ঘরে, ব্রাজিলের ৯

কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। গোল্ডেন বল ও গোল্ডেন বুটের পুরস্কার জিতে নিয়েছেন লিওনেল মেসি।

জাতীয় দলের জার্সি গায়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির এটিই প্রথম কোপা শিরোপা। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত খেলা মেসিকে ঘিরেই তাই চলছে আর্জেন্টিনার উৎসব।

রোববার (১১ জুলাই) ব্রাজিলের রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে চলতি আসরের ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া।

এবারের শিরোপা নিয়ে কোপা আমেরিকার সর্বোচ্চ ট্রফি ঘরে তোলার রেকর্ডে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এবার নিয়ে ১৫ বার শিরোপা জিতল ম্যারাডোনা-মেসির দেশ। আর্জেন্টিনা ছাড়া উরুগুয়েও কোপা শিরোপা জিতেছে ১৫ বার।

৯ শিরোপা নিয়ে কোপার তৃতীয় সেরা দল ব্রাজিল। এছাড়া ২টি করে শিরোপা জিতেছে প্যারাগুয়ে, চিলি ও পেরু।

প্রসঙ্গত, আর্জেন্টিনা কোপা শিরোপা জেতে ১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭. ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯ ও ১৯৯১ সালে। ল্যাটিন আমেরিকার এ দলটি সর্বশেষ শিরোপা ঘরে তোলে ১৯৯৩ সালে।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!