কাল থেকে শিশুদের খাওয়ানো হচ্ছে না লাল—নীল ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল ১২ জুনের পরিবর্তে আগামী ১৫ জুন (বুধবার) থেকে ১৯ জুন (রোববার) পর্যন্ত পাঁচদিন ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

শনিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।

আরও পড়ুন: চট্টগ্রামে রোববার থেকে শিশুদের খাওয়ানো হবে লাল—নীল ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় আগামীকাল (১২ জুন) নির্ধারিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সময় আগামী ১৫ থেকে ১৯ জুন পুনর্নির্ধারণ করা হয়েছে।

এবার নগরে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে। ৪১টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় পাঁচ লাখ শিশুকে করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!