ধরা খেল সুপারসপ মিনা বাজার, কাঁধে উঠল ৩ লাখের জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাংস প্রসেস, মেয়াদহীন পণ্য বিক্রি ও কর্মচারীদের টিকা সনদ না থাকায় মিনা বাজার সুপারসপকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) নাসিরাবাদের মিনা বাজার সুপারসপে অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: ‘বাংলা’ অভিযানে জরিমানা উঠল ১২ প্রতিষ্ঠানের কাঁধে

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ মাংস প্রসেস, নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি, বেকারি পণ্যের মেয়াদ না থাকা ও কর্মচারীদের টিকা সনদ না থাকায় নাসিরাবাদ এলাকার মিনা বাজার সুপারসপকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে একইদিন অমরচাঁদ রোড ও ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালান স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা ও মাংসবিহীন দিবসে মাংস বিক্রির দায়ে ১২ দোকানির বিরুদ্ধে মামলাসহ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!