কর্নেলহাটে অভিযানে ধরা খেল ৪ প্রতিষ্ঠান

চট্টগ্রামে বেশি দামে আলু বিক্রি, মূল্যতালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবার) সকাল সাড়ে ১১টায় নগরের কর্নেলহাট বাজারে এ অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ।

আরও পড়ুন : বেশি দামে আলু বেচে ধরা খেল নতুন চাক্তাইয়ের ৪ প্রতিষ্ঠান

জানা যায়, অভিযানে বেশি দামে আলু বিক্রির জন্য আইয়ুব অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা, মূল্যতালিকা না থাকায় মরিয়া ট্রেডার্সকে ১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ রাখায় একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা ও মূল্যতালিকা না রাখায় ক্যাফে আজমীরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক আনিছুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ কর্নেলহাট বাজারে পরিচালিত অভিযানে বেশি দামে আলু বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি সতর্ক করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!