করোনায় বিশ্বজুড়ে মৃত্যু বাড়ছে

করোনায় বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৭১৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে শতাধিক।

সবমিলিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জনে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৪১ জন।

এদিকে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে পৌনে এক লাখেরও বেশি। সবমিলিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ২০ লাখ ৪২ হাজার ৬৭৬ জনে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য দিয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ২৫৬ জন। মারা গেছেন ২১৭ জন।

করোনা মহামারির শুরু থেকে জাপানে এখন পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৬৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৫ হাজার ৫৪২ জন।

এসআই/আইলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!