কমনওয়েলথ পর্যবেক্ষক দলকে অবাধ—সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার আওয়ামী লীগের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে ঢাকায় এসেছে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল। তাঁদের সঙ্গে শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠক করেছে আওয়ামী লীগ।

বৈঠকে কমনওয়েলথের পর্যবেক্ষক প্রতিনিধিদলকে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দলটির প্রতিনিধিরা।

১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্বে ছিলেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। অপরদিকে ১০ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দুশ’র বেশি বিদেশি পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবেন। একইসঙ্গে দেশের ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককে ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

দেশি পর্যবেক্ষকদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!