এবার ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণ, সুকানির মৃত্যু

নারায়নগঞ্জের ফতুল্লায় বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে ২ নারীর মৃত্যুর কয়েক ঘণ্টা না পেরেুতেই ঝালকাঠিতে তেলবাহী জাহাজে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিহত হয় একজন, আহত হন আরও ৭ জন।

নিহত মো. কামরুল ইসলাম ওই জাহাজের সুকানি। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়। ঝালকাঠির সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত জাহাজটির নাম সাগর নন্দিনী। জাহাজের পাম্প কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজে কর্মরত আট জন দগ্ধ হন।

আরও পড়ুন: ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ—মুহূর্তেই লাশ দুই নারী

জাহাজের শ্রমিকরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল, পেট্রোল ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামের একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করে রাখে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এরপর আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!