এক বাতি লাগাতে গিয়েই নিভে গেল দুই ‘জীবনবাতি’

কক্সবাজারের পেকুয়ায় মাছের একটি ঘেরে বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে দুই কিশোরের।

রোববার (১৩জুন) রাত ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বটতলীয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোহা মাছের ঘের ও শহিদুল মুরগির খামারের কর্মচারী ছিলেন।

মাছের ঘেরটি সাজ্জাদ উদ্দিনের। এছাড়া তার মুরগী এবং গরুর খামারও রয়েছে।

নিহতরা হলেন- উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বত আলীপাড়ার বাসিন্দা নাজেম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (১৩) ও একই ইউনিয়নের উত্তর সুন্দরীপাড়ার বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. তোহা (১৪)।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হক সাদ্দাম বলেন, রাতে মাছের ঘেরের কর্মচারী মো. তোহা তার সহকর্মী শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘেরের উত্তরপাড়ে বাতি লাগাতে যায়। বাতির খুঁটির নিচে ঝুলে থাকা লোহার রড লাগানো তারে বিদ্যুৎপৃষ্ট হন তোহা। তাকে বাাঁচাতে এসে শহিদুলও বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘণ্টাখানেক পরে ঘেরের অন্য কর্মচারীরা তাদের খুঁজতে গিয়ে মরদেহ দুটি দেখতে পায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তাদের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!