রাতের আঁধারে উধাও অটোরিকশা, চালকের বিরুদ্ধে অভিযোগ মালিকের

রাউজানে রাতের আঁধারে অটোরিকশা (চট্টগ্রাম-থ ১৪-৫২১৩) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির মালিক চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদালত ভবনের দক্ষিণ পাশে আলম বিল্ডিংয়ের ভেতর থেকে অটোরিকশাটি চুরি হয়।

আরও পড়ুন: শত বোতল ফেনসিডিল নিয়ে কালুরঘাট ব্রিজে অটোরিকশায় যুবক

এ বিষয়ে অটোরিকশা চালক বাবুল নাথ বলেন, শুক্রবার রাতে আলম বিল্ডিংয়ের গলির ভেতরে অটোরিকশা রেখে বাসায় ঘুমিয়ে পড়ি। পরদিন শনিবার ভোরে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য গিয়ে দেখি সেটি নেই। আশপাশসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজ করেও পাইনি।

এদিকে গাড়ির মালিক হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকার বাসিন্দা আবু তাহের চালক বাবুল নাথকে চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাউজান থানায় অভিযোগ করেছেন ।

যোগাযোগ করা হলে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, অটোরিকশা চুরির ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!