শুলকবহরে ফার্নিচার দোকানের সামনে ইয়াবা নিয়ে দাঁড়িয়েছিল যুবক

নগরে ১ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ মো. জুনাইদ (২১) নামের এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ জুন) বিকালে পাঁচলাইশ শুলকবহর মেসার্স আইয়ুব টিম্বার ডোর অ্যান্ড ফার্নিচারের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক জুনাইদ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মেজবাহ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: ইয়াবা বেচার টাকাসহ পুলিশের জালে ৩ যুবক

যোগাযোগ করা হলে মহানগর গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক মো. মনজুর কাদের মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, পাঁচলাইশ শুলকবহর এলাকার মেসার্স আইয়ুব টিম্বার ডোর অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে এক যুবক মাদক নিয়ে অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১ হাজার ৮৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!