জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন ইউএনও সোহাগ : ফজলে করিম

রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, করোনার প্রার্দুভাব মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ। এছাড়া সরকারি বিভিন্ন খাস জমি অবৈধ দখলমুক্ত করে সেখানে প্রধানমন্ত্রীর প্রদত্ত আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করেন তিনি। আশ্রয়ন প্রকল্পের নির্মাণকাজ তাঁর নিরলস প্রচেষ্টার ফসল। তাঁর করে যাওয়া কাজ রাউজানবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। 

সোমবার (৩০ মে) সকালে ইউএনও’র বিদায় উপলক্ষে রাউজান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুলের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। 

আরও পড়ুন: রাউজানে ইউএনও সোহাগকে বিদায় জানাল সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধারা

বক্তব্য রাখেন মুক্তিযোদ্বা সংসদ কমান্ডার আবু জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্বা ইউসুফ খান চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, জানে আলম জনি, অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, শওকত হাসান চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, রবীন্দ্র লাল চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, রোকন উদ্দিন, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবউদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া ও ভুপেশ বড়ুয়া।

সভায় সুর্যমুখী ফুল থেকে উৎপাদিত তেল কেনার জন্য কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনকে ৩ লাখ টাকার চেক দেওয়া হয়। এছাড়া ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দিতে বিভিন্ন সরঞ্জাম বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। 

সভার আগে ডাবুয়া ইউনিয়ন পরিষদ মাঠে ৮ হাজার ৭০০ বস্তা অপচনশীল প্লাস্টিক বর্জ্য কিনেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!