ভ্রাতৃত্ববোধে জাগরুক বাঙালি জাতীয়তাবাদ : কাউন্সিলর সুমনের আয়োজনে আ জ ম নাছির

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চিরায়ত কাল ধরে এই ভূখণ্ডে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খিস্ট্রান পরষ্পর সহাবস্থান করে আসছে। একজনের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করি। এই ভ্রাতৃত্ববোধ আমাদের বাঙালি জাতীয়তাবাদকে চিরকাল জাগরুক রেখেছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যক্তিগত উদ্যোগে নগরের জামালখানের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করেন স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

আরও পড়ুন : দুর্গাপূজায় চট্টগ্রামের ২৮২ মণ্ডপে থাকবে আ.লীগের নেতাকর্মী : আ জ ম নাছির

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, সহসভাপতি সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, মৃদুল দাশ, আহসান উল্লাহ খোকন, ইকবাল আহমদ ইমু, জাহাঙ্গীর মোস্তফা, বাবুল দেব রায়, সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, শ্বাশত চৌধুরী লিটু, অ্যাড. টিপু শীল জয়দেব, লিটন শীল, মিনহাজ উদ্দিন, রত্নেশ্বর দাশ জিতু ও সুস্ময় দাশ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!