আর ফিরলেন না মানবিক চিকিৎসক সামিনা

আর ফিরলেন না মানবিক চিকিৎসক সামিনা আক্তার। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলন তিনি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ডা. সামিনা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র সামনে দুর্ঘটনায় আহত হন তিনি। দ্রুতগামী সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে রিকশা থেকে পড়ে যান তিনি। মাটি পড়েই জ্ঞান হারান ডা. সামিনা।

আরও পড়ুন: ‘মানবিক ডাক্তারের’ ফেসবুক—ইমো হ্যাক করে চাঁদাবাজি, পুলিশ-র‌্যাবে গিয়েও ‘ফল শূন্য’

সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ-তে। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। চমেকের চিকিৎসকেরা জানান, সামিনার মাথার আঘাত ছিল মারাত্মক। তার বুকের হাড়ও ভেঙে গিয়েছিল।

মঙ্গলবার রাতেই সামিনার মাথায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু তার অবস্থার উন্নতি হয়নি। বুধবার দুপুরে সামিনার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড বসানো হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিলেন তিনি।

ফেনীতে জন্ম নেওয়া ডা. সামিনা পরিবার নিয়ে থাকতেন নগরের মেহেদীবাগ এলাকায়। তার স্বামী মীর ওয়াজেদ আলীও পেশায় চিকিৎসক।

তিনি ইউএসটিসি মেডিকেল কলেজের সাবেক ছাত্রী। বর্তমানে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত ছিলেন।

আরও পড়ুন: আবারও রক্তাক্ত ৪, আনোয়ারা—কর্ণফুলীতে বেড়েছে দুর্ঘটনা

ডা. সামিনার রিকশাকে ধাক্কা দেওয়া অটোরিকশার চালককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। জব্দ করা হয়েছে অটোরিকশাটিও।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!