আনোয়ারায় শপথ নিলেন ১৩২ ইউপি সদস্য

আনোয়ারার ১১ ইউনিয়নের ১৩২ জন নবনির্বাচিত ইউপি সদস্য শপথ নিয়েছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জেবায়ের আহমদ।

উপজেলা ভূমি সহকারী কমিশনার তানভীর হাসান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী।

আরও পড়ুন: অসুস্থতায় আসেননি আশরাফ, শপথ নিলেন আনোয়ারার ৯ চেয়ারম্যান

বক্তব্য রাখেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী।

নবনির্বাচিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, আপনারা সবসময় মনে রাখবেন জনগণ কর্তৃক ক্ষমতা নয়, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আনোয়ারা উপজেলা জন্মনিবন্ধন বাস্তবায়নে সারাদেশে প্রথম হয়েছে। আগামীতেও এই সাফল্য ধরে রাখতে হবে।

ইমরান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!