মানিকগঞ্জের এডিসি হলেন আনোয়ারার ইউএনও

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ মানিজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন: আনোয়ারায় রাস্তায় মাল রেখে মামলার জালে ২ ব্যবসায়ী

জানা যায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলায় ইউএনও হিসেবে যোগ দেন ভাস্কর দেবনাথ বাপ্পি। তাঁর আমলে দুবার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশসেরা উপজেলা হয় আনোয়ারা। তিনি স্মৃতিসৌধ, শহীদ মিনার, বঙ্গবঙ্গুর ভাস্কর্য, খেলার মাঠ, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি মিনি শিশু পার্ক ও শৈল্পিক পুকুর ঘাট নির্মাণসহ বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরকে দৃষ্টিনন্দন করে তুলেন। এছাড়া করোনাকালীন সময়ে সাহসী পদক্ষেপের কারণে প্রশংসিত হন তিনি।

শেখ জোবায়ের আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে অধ্যয়ন শেষ করেন। এরপর ৩১তম বিসিএস প্রশাসনে যোগ দেন। তিনি ২০১৩ সালের ১৫ জানুয়ারি থেকে ২০১৬ সালের ২৬ এপিল সুনামগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কশিনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২০১৬ সালের ২ মে থেকে ২৮ জুন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার, ২০১৬ সালের ১৬ জুলাই থেকে ৫ এপ্রিল ২০১৭ পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার, ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ২০১৮ সালের ৭ জুন পাহাড়তলী কাট্টলী সার্কেলে সহকারী কমিশনার (ভূমি), ২০১৮ সালের ১০ জুন থেকে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!