আদালতের সঙ্গে প্রতারণা—নারীর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মামলা

আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে রাশেদা বেগম নামের এক নারীর বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।

সোমবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম প্রথম মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আাদালতে এ মামলা করা হয়।

রাশেদা বেগম প্রকাশ জাহানারা বেগম পটিয়া উপজেলার পুরাতন রেলস্টেশন থানার হাট এলাকার চৌধুরী বাড়ির সন্দেশ বাবুর সন্তান। তিনি বায়েজিদ বোস্তামী থানার সার্জেন্ট কলোনি এলাকায় রশিদ কোম্পানির বাড়ির ভাড়াটিয়া।

আরও পড়ুন: সেবক সেজে প্রতারণা, চট্টগ্রাম মেডিকেলে ধরা খেল ২ দালাল

বিষয়টি নিশ্চিত করে সিএমএম আদালতের নাজের আবুল কালাম আজাদ বলেন, বায়েজিদ থানায় জব্দ হওয়া একটি টমটম নিজের জিম্মায় নিতে রাশেদা বেগম মালিকানা দাবি করে গত ২৮ ডিসেম্বর আদালতে আবেদন করেন। আদালত ট্রেজারি শাখাকে সেই স্ট্যাম্পটির তারিখসহ সত্যতা যাচাইয়ের আদেশ দেন। এরপর ট্রেজারি শাখা থেকে জানানো হয় এই সিরিয়ালের স্ট্যাম্প ২০২২ সালের ১ ডিসেম্বর চালান হয়েছে। এদিকে প্রতারণা করে ডিসেম্বরে স্ট্যাম্প কিনে ব্যাকডেট বসিয়ে গাড়ি বিক্রির রশিদ তৈরি করে আদালতে প্রদান করেন মামলায় অভিযুক্ত আসামি।

তিনি আরও বলেন, এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বাদী হয়ে পেনাল কোডের ৪৬৭/৪৭১ ধারায় আসামির বিরুদ্ধে মামলা করেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!