আসাদের আত্মত্যাগ প্রেরণার উৎস হয়ে থাকবে

মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।

নগরের সংগঠন কার্যালয়ে সংগঠন সহসভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন সংগঠন সভাপতি নূরে আলম সিদ্দিকী।

আরও পড়ুন : জিনাত সোহানার ‘শেখ হাসিনা দিন বদলের নেত্রী’র মোড়ক উন্মোচন

যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আবদুল মালেক খান, ডা. ফজলুল হক সিদ্দিকী, সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি মো. কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, সোহেল ইকবাল, এমএ হাসান, ইমরান হোসেন মুন্না, কোহিনুর আকতার, এসএম রাফি, ইয়াছিন আল হামিদ, সেলিম উদ্দিন।

সভায় বক্তারা বলেন, পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন আসাদুজ্জামান। তার মৃত্যুর পর তিনদিনের শোক পালন শেষে ২৪ জানুয়ারি বঙ্গবন্ধুর ৬ দফা ও ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফার দাবিতে রাজপথে বাংলার মানুষের বাঁধভাঙা জোয়ারে সংঘটিত হয় ঐতিহাসিক গণঅভ্যুত্থান

বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রামে শহীদ আসাদের আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!