অস্ত্র উঁচিয়ে ভয় দেখানো সেই যুবক লুকিয়ে ছিল পরিত্যক্ত ঘরে

বাঁশখালীর গণ্ডামারায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ভয় দেখানো মনিরুল ইসলামকে (২৮) অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাছে শামসুল আলমের পরিত্যক্ত সেমিপাকা ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনিরুল ইসলাম গণ্ডামারা গ্রামের সোনার বর বাপের বাড়ির কালু মিয়ার ছেলে। অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন : অস্ত্র বেচতে এসে ব্রিজে ধরা খেল যুবক

এদিকে আজ (রোববার) দুপুরে বাঁশখালী থানা পুলিশ সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বেশ কয়েকটি মামলার আসামি গ্রেপ্তার মনিরুল ইসলাম। মারামারিসহ বিভিন্ন ঘটনায় তিনি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে প্রতিপক্ষকে ভয় দেখাতেন। প্রতিপক্ষের মামলায় তার অস্ত্র প্রদর্শনের একটি ছবি দেওয়া হয়। এরপর শনিবার রাতে গণ্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাছে জনৈক শামসুল আলমের পরিত্যক্ত সেমিপাকা ঘর থেকে তাকে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার মনিরুল ইসলাম একজন অস্ত্রবাজ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!