বাসায় ফিরেনি সপ্তম শ্রেণীর ছাত্রী, পরিবারের অভিযোগ অপহরণ করেছে বখাটে যুবক

চকরিয়ায় উপজেলার খুটাখালী ইউনিয়নের কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের রেখা (১৪) (ছন্দনাম) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া থেকে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়। অভিযোগ তৌহিদুল ইসলাম নামের এক যুবক তাকে অপহরণ করেছে।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা প্রবাসী মনজুর আলমের স্ত্রী রেহেনা আক্তার অভিযুক্ত তৌহিদুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন: ৪ স্কুলছাত্র অপহরণ౼৩ জন উদ্ধার, আটক ৩ অপহরণকারী

অভিযুক্তরা হলেন- একই গ্রামের মো. কালুর ছেলে তৌহিদুল ইসলাম (২২), জহির আলমের ছেলে মো. কালু (৪২), তাঁর স্ত্রী রুবি আক্তার (৪০) ও মো. জহির (৫৮)।

ভিকটিমের পরিবারিক সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরে রেখা স্কুলে যাওয়া-আসার পথে বখাটে তৌহিদুল বিভিন্ন প্রকার প্রলোভন এবং কু-প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করতো। একাধিকার পারিবারিকভাবে নিষেধ করেও কোনো কাজ হয়নি। বরং এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদুল পূর্ব পরিকল্পনা অনুযায়ী সহযোগীসহ রেখাকে অপহরণ করে নিয়ে যায়।

চকরিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সায়েম আলোকিত চট্টগ্রামকে বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে।

চকরিয়া থানার ওসি ওসমান গনি জানান, অপহরণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!