৫ মাস পর উদ্ধার চুরি যাওয়া পদ্মা সেতুর মাল, ধরা পড়ল ১২ চোর

  1. পাঁচ মাস পর পদ্মা সেতুর চুরি হওয়া মালসহ ১২ চোর ধরল সদরঘাট থানা নৌ পুলিশ।

রোববার (১৯ ডিসেম্বর) গভীর রাতে নগরের কর্ণফুলী নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকায় থাকা সাড়ে ৪ হাজার কেজি লোহার গ্যালভানাইজ এঙ্গেলবার জব্দ করা হয়।

আরও পড়ুন : প্রতিবন্ধী যুবককেও ছাড়ল না চোরের দল

জানা যায়, চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে গত ১৩ জুলাই বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে দুর্ঘটনার শিকার হয় পদ্মা সেতুর মাল বহনকারী এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজ। আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ২০০ মেট্রিক টন মাল নিয়ে ডুবে যায় এটি।

পরে পদ্মা সেতু কর্তৃপক্ষ মালামাল উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করা কিছু মাল একটি জায়গায় রাখে তারা। এর ১৫ দিনের মধ্যে বাকি মাল চুরি করে নিয়ে আসে চোরচক্র।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় কর্ণফুলী নদীর মোহনা থেকে বেশকিছু মালসহ ১২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!