চট্টগ্রাম জেলা প্রশাসক অফিসে ৩ পদে ২২ লোকবল নিয়োগ দেবে

লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়। চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীদের আগামী ২৩ জুনের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম : অফিস সহায়ক

পদের সংখ্যা : ৬টি।

চাকরির গ্রেড : ২০।

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা।

চাকরির ধরন : অস্থায়ী।

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী

পদের সংখ্যা : ৮টি।

চাকরির গ্রেড : ২০।

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা।

চাকরির ধরন : অস্থায়ী।

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

পদের নাম : নিরাপত্তাপ্রহরী

পদের সংখ্যা : ৮টি।

চাকরির গ্রেড : ২০।

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা।

চাকরির ধরন : অস্থায়ী।

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বয়স

২০২১ সালের ২৩ জুন তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। শারীরিক প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-০৭৪২-০০০১-২০৩১ নম্বর কোডে জমা দিয়ে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে আবেদনপত্রে। নির্ধারিত ফরমে প্রার্থীকে আবেদন করতে হবে।

http://chittagong.gov.bd/sites/default/files/files/chittagong.gov.bd/notices/e2a04366_c35e_4beb_a866_43a0054abcc6/21b04f44c9c7dac4636ade6c4ae9c0e2.pdf লিংকটিতে গেলে বিজ্ঞপ্তিটি দেখা যাবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm