১১ আগস্ট থেকে চলবে ট্রেনও, মানতে হবে যত নিয়ম

আগামী ১১ আগস্ট থেকে মার্কেট-গণপরিবহনের সঙ্গে ‘কঠোর’ বিধিনিষেধ উঠে যাচ্ছে ট্রেন চলাচলের ওপর থেকেও।

এদিন (১১ আগস্ট) থেকে দেশের বিভিন্ন রুটে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

তবে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে ট্রেন চলাচলের ক্ষেত্রে বেশকিছু নিয়ম বেঁধে দিয়েছে সরকার।

নিয়মগুলো হলো-

১. প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে।

২. চলমান লকডাউন আগামী ১০ আগস্টের পর বর্ধিত করা হলে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

৩. এবারও মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যার পুরোটাই দেওয়া হবে অনলাইনে।

এদিকে দেশে চলমান বিধিনিষেধ আরও পাঁচদিন (১০ আগস্ট পর্যন্ত) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (৫ আগস্ট) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন: এবার একদিনেই ৩৬ শতাংশের বেশি করোনা পজিটিভ চট্টগ্রামে

এবারের বিধিনিষেধ চলাকালে শিল্পকারখানা খোলা ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের সুযোগ রাখা হয়েছে।

এছাড়া চলমান বিধিনিষেধে কম্পিউটার হার্ডওয়্যারসহ আইটি পণ্য সরবরাহে বাধা না দেওয়ার নির্দেশনা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

বুধবার (৪ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ২৩ জুলাই থেকে শুরু হয়েছে বিধিনিষেধ। চলবে ১০ আগস্ট পর্যন্ত।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!