এবার একদিনেই ৩৬ শতাংশের বেশি করোনা পজিটিভ চট্টগ্রামে

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় সহস্রাধিক নমুনায় করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে নগর ও উপজেলা মিলে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৬ শতাংশের বেশি নমুনায়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩ হাজার ৯৭ নমুনা পরীক্ষায় ১ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪১ জন নগরের এবং ৪৭৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ৯ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৩ জন ও উপজেলার ৬ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৮৭ হাজার ৫৪৬ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: করোনায় মৃত্যু—মুক্তিযোদ্ধার লাশ ‘কবরে’ নিতে বাধা, অ্যাম্বুলেন্স ঠেকাতে ‘ব্যারিকেড’

বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৭৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৪৯ জনের।

বিআইটিআইডি ল্যাবে ৭৫৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৭২ জনের।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭২ নমুনা পরীক্ষায় ১৫৪ জন, এন্টিজেন টেস্টে ৮৪৪ নমুনা পরীক্ষায় ২৩৮ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৪২ নমুনা পরীক্ষায় ৫৭ জন, শেভরনে ২৪২ নমুনা পরীক্ষায় ৪৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫ নমুনা পরীক্ষায় ২৭ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৩৯ নমুনা পরীক্ষায় ১৫ জন ও এপিক হেলথ কেয়ারে ১২৮ নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের ২৭টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৬ জন, সাতকানিয়ার ৫৭ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ১৩ জন, চন্দনাইশের ৩৮ জন, পটিয়ার ২ জন, বোয়ালখালীর ৫১ জন, রাঙ্গুনিয়ার ৪২ জন, রাউজানের ৬৭ জন, ফটিকছড়ির ২০ জন, হাটহাজারীর ১১১ জন, সীতাকুণ্ডের ১৪ জন, মিরসরাইয়ের ১৭ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ২৮ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!