২৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
শুক্রবারের (২০ আগস্ট) এ অভিযানে আটকরা হলেন মো. জাহিদুল ইসলাম (৩০) ও আহম্মেদ নূর (৫৫)।
আরও পড়ুন: ‘বুড়োর কাণ্ড’ ৩ বার হজ—১২ বছর সৌদি আরবে ছিলেন, ধরা খেলেন ২১ হাজার ইয়াবায়
জানা যায়, বায়েজিদ বোস্তামীর উত্তরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ২৪৮ ইয়াবাসহ জাহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুসারে কোতোয়ালী থানার লালখানবাজার ইস্পাহানি মোড় থেকে আহম্মেদ নূরকে আটক করা হয়। ইয়াবার চালানটি আহম্মেদ নূরের কাছে যাচ্ছিল বলে জানায় জাহিদুল।
আটকদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।