হাইওয়ে সুইটসে খাবার তৈরি হচ্ছিল নোংরা পরিবেশে

নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকার হাইওয়ে সুইটস কারখানাকে মামলাসহ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে এ জরিমানা করা হয়।

বুধবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান চালান।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলাপোকা—ইঁদুর খাচ্ছিল মানুষের খাবার, ৩ বেকারিকে অর্থদণ্ড চসিক ম্যাজিস্ট্রেটের

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে হাইওয়ে সুইটসের কারখানার বিরুদ্ধে মামলা রুজু করে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!