‘সুখবর’ চট্টগ্রাম আদালতের কার্যক্রম পুরোদমে চালুর ইঙ্গিত আইনজীবী সমিতির

চট্টগ্রাম আদালতে বিচার কাজ পুরোদমে চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগামীকাল (রোববার) এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে।

শনিবার (১৯ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে শিগগির অধস্তন আদালতের স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে মক্কেলরা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে হাজিরা দিবেন। এ বিষয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টে আগামীকাল প্রজ্ঞাপন জারি হবে। বিজ্ঞ সদস্যদের বিষয়টি জ্ঞাত করানো গেল।

প্রসঙ্গত, করোনার কারণে দেশের নিম্ন আদালতে এখন সীমিত পরিসরে ভার্চুয়ালি চলছে বিচারকাজ। চট্টগ্রামের আইনজীবীরা কিছুদিন ধরে নিম্ন আদালতের কার্যক্রম পুরোদমে চালুর দাবি জানিয়ে আসছিলেন।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!