সবার চোখে তিনি হাইস্কুলের দপ্তরি। কিন্তু আসলে তিনি ইয়াবা ব্যবসায়ী। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের হাইস্কুলের দপ্তরি পরিচয়ের আড়ালে তিনি চালিয়ে যাচ্ছিলেন জমজমাট ইয়াবাবাণিজ্য।
তবে শেষ রক্ষা হয়নি। শুক্রবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দপ্তরি উছালা মার্মা পিন্টুকে (৩৫ ) আটক করেছে থানা পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ইয়াবা!
আরও পড়ুন: ইয়াবার গডফাদার স্কুলশিক্ষক!
জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেনের নির্দেশে
শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে বিশেষ অভিযান চালায় থানা পুলিশ। এ সময় দপ্তরি পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা ইয়াবা ব্যবসায়ী উছালাকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১ লাখ ৭০ হাজার ইয়াবা!
ইউনুছ