সাইকেলে চেপে যাচ্ছিল ২ যুবক, পাইপে লুকানো ছিল সাড়ে ৪ হাজার ইয়াবা

সাইকেলের পাইপের ভেতর করে ইয়াবা পাচারের সময় দুজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার (১ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার উখিয়া বালুখালি ক্যাম্প এলাকার মু. জামালের ছেলে এরফান (১৯) এবং একই এলাকার আবদুর রহমানের ছেলে ফিরোজ (২০)।

আরও পড়ুন : ১৬ বছরের কিশোরের কাছে ১৩০০ ইয়াবা

থানা সূত্রে জানা যায়, এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম অভিমুখী বাইসাইকেল থামিয়ে চেক করতেই পাইপের ভেতর থেকে ৪ হাজার ৭০০ ইয়াবা পাওয়া যায়। ২ সাইকেল আরোহীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, সুকৌশলে দুই মাদক কারবারি বসাইকেলের পাইপের ভেতর করে ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত বাইসাইকেলটি জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এরপর তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

সাত্তার/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!