সাধু সাবধান—সয়াবিনের দাম নির্ধারণ, অভিযোগ গেলেই অ্যাকশন

কেউ সয়াবিন তেলের নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রেতাদের কাছ থেকে দোকানিরা বেশি দাম দাবি করলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ কল করে অভিযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।গত ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিয়েছে।

আরও পড়ুন: ‘তেলের নামে বিষ’—অনুমোদন ছাড়াই রমরমা বাণিজ্য ‘নুর সয়াবিনের’

তিনি জানান, সরকারের নির্ধারণ করে দেওয়া বাজারমূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরামূল্য ১৬৮ টাকা এবং বোতলজাত পাঁচ লিটারের দাম ৭৯৫ টাকা।

এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার সর্বোচ্চ ১৪৩ টাকা এবং খোলা পাম অয়েল লিটারপ্রতি ১৩৩ টাকায় বিক্রি করতে হবে।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, কারও কাছ থেকে নির্ধারিত দামের বেশি নেওয়া হলে, আমাদের হটলাইন ১৬১২১ নম্বরে কল করে অভিযোগ জানাতে হবে। আমরা দ্রুত অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!