৪৮ ঘণ্টার মধ্যে সাইফুলের খুনিরা গ্রেপ্তার না হলে মেডিকেল টেকনোলজিস্টরা সেবা বন্ধ করে দিবে

হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলামের খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (২জানুয়ারি) সকালে যৌথভাবে এ আয়োজন করে বাংলাদেশ ডেন্টাল হেলথ্ সোসাইটি (বিডিএইচএস) চট্টগ্রাম শাখা ও চিটাগাং ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির (সিআইএমটি) শিক্ষার্থীরা।

সিআইএমটি ক্যাম্পাসে এ মানবন্ধনে বক্তারা বলেন, সাইফুল ইসলাম করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষকে সেবা দিয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তার খুনিদের জড়িতদের গ্রেপ্তার করা না হলে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্টরা সেবা প্রদান বন্ধ করে দিতে বাধ্য হবে।

আরও পড়ুন: ‘খুনি’ ভোলাকে সঙ্গে নিয়ে কর্ণফুলীর তীরে দখলবাণিজ্য বাস্তহারা জসিমের

মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিএইচএস চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক রাজীব দে, যুগ্ম-সাধারণ সম্পাদক টুটুল রায় চোধুরী, টেকনোলজিস্ট ইমরান হোসেন, বিডিএইচএস চট্টগ্রাম জেলার অর্থ সম্পাদক রায়হান, আলফাজ, মেসকাত, পলাশ ও তন্ময়।

প্রসঙ্গত, মো. সাইফুল ইসলামকে গত ২৮ ডিসেম্বর হবিগঞ্জ শহরের টাউনহল রোডে একদল দুর্বৃত্ত পথরোধ করে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!