মহেশখালীতে গাড়ির ধাক্কায় আরমান (৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় মাতারবাড়ি ইউনিয়নের মাইচপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় গাড়িটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহত আরমান একই এলাকার মোশাররফের ছেলে। সে নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত।
আরও পড়ুন: সবার চোখ ফাঁকি দিয়ে পুকুরে গেল শিশু
মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, বাড়ির কাছে রাস্তার পাশে খেলছিল শিশুটি। হঠাৎ ইটবাহী একটি গাড়ি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গাড়িটি স্থানীয়দের সহায়তায় আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।