লামায় ট্রিপল মার্ডার: যুবক আটক

বান্দরবানের লামায় ট্রিপল মার্ডারের ঘটনায় উত্তম বড়ুয়া (৩৪) নামের সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনার ৬ দিন পর মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাতে চাম্পাতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়। উত্তম সাবেক স্কুল শিক্ষক প্রমোদ চন্দ্র বড়ুয়ার ছেলে।

শুক্রবার (২১ মে) কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী ও দুই শিশু কন্যাকে খুন করা হয়। ঘটনার পর ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।

পুলিশের পাশাপাশি পিবিআই ও র‌্যাব তদন্ত কাজে সহযোগিতা করছে।

আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। শিগগির হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনসহ প্রকৃত খুনিদের ধরবো আমরা।

Yakub Group

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm