লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড আগ্রাবাদ শাখার ম্যানেজার সোলায়মান হোসেন (৫০)।
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও (৯ সেপ্টেম্বর) দিনভর আগ্রাবাদের অফিসে কাটিয়েছেন ব্যস্ত সময়। সপ্তাহের শেষ দিন হিসেবে কাজের চাপটাও ছিল একটু বেশি। কিন্তু কে জানত এটাই তার জীবনের শেষ কর্মদিবস।
আরও পড়ুন: ৫৩-তেই নিভে গেল ডা. সন্দীপনের ‘জীবনপ্রদীপ’
অফিসর ক্লান্তি দূর করতেই সন্ধ্যায় গেলেন লাকি প্লাজার পাশে টেনিস কোর্টে। বন্ধুদের সঙ্গে টেনিসও খেললেন। হঠাৎ মাঝপথে শরীর খারাপ লাগছে বলেই ঢলে পড়লেন মাটিতে। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কর্মব্যস্ত এ মানুষ।
বৃহস্পতিবার রাতে সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি৷ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বাদ জুমা নগরের মেহেদিবাগের সিডিএ কলোনি (সিডিএ মসজিদ) মাঠে নামাজে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সোলায়মান হোসেনের হঠাৎ মৃত্যুতে বন্ধুমহলে নেমে এসেছে শোকের ছায়া।
সিএম/এসি