‘যৌথবাহিনীর ফাঁদ’ অস্ত্র—গুলিসহ পাহাড়ের ইউপিডিএফ কর্মী আটক

রাঙামাটির লংগদুতে কমল ধন চাকমা (৪০) নামে এক ইউপিডিএফ কর্মীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথবাহিনী।

রোরবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতের অভিযানে উপজেলার ধনপুদি বাজার এলাকা তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, চারটি মোবাইল ফোন, নগদ দশ হাজার টাকা ও চাঁদা সংগ্রহের রশিদ বই উদ্ধার করা হয়।

আরও পড়ুন: একে—২২ রাইফেল নিয়ে ‘বড়মাপের’ ৪ সন্ত্রাসী ধরা খেল পাহাড়ে

আটক যুবক উপজেলার মধ্যম খাড়িকাটা এলাকার শুয়েস চাকমার ছেলে। সে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র শাখার সদস্য।

আটকের বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, আটক যুবক আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র সশস্ত্র শাখার সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে রাঙামাটি আদালতে পাঠানো হয়।

এদিকে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, আটকের বিষয়টি শুনেছি। কমলধন চাকমা আমাদের দলের সাবেক কর্মী। তবে বর্তমানে তিনি সংগঠনের সাথে জড়িত নয়। কোনো ধরনের অভিযোগ ছাড়াই তাকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরমান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!