মুক্তিযোদ্ধা ‘মেয়রকে’ মারধর, ২ আসামিকে ধরল র‌্যাব

বাঁশখালী পৌরসভার সদ্যবিদায়ী মেয়র বীর মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীকে মারধরের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার দুজন হলেন- মো. সিরাজ (৩৫) ও মিনারুল ইসলাম (৩৫)। তারা বাঁশখালীর উত্তর জলদি এলাকার বাসিন্দা।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলার রামু থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: চোখে গামছা বেঁধে দুই চোরকে ‘ভয়ঙ্কর’ মারধর—ভাইরাল ভিডিওতে তীব্র প্রতিক্রিয়া

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, বাঁশখালী পৌরসভার সদ্যবিদায়ী মেয়র বীর মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীকে মারধরের ঘটনা ঘটে। এতে বাদী হয়ে সেলিমুল হক চৌধুরী মো. সিরাজ (৩৭), মো. ইলিয়াস (৩৫), মো. মিনারুল ইসলাম (৩৪) ও মো. দুদু মিয়ার (২৮) বিরুদ্ধে গত ১৯ জানুয়ারি বাঁশখালী থানায় মামলা করেন। মামলার পর র‌্যাব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুুক্তি ব্যবহার অব্যাহত রাখে। একপর্যায়ে সোমবার ভোরে কক্সবাজারের রামুতে অভিযান পরিচলনা করে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!