দোকানে মূ্ল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ কেক ও চকলেট বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরের খাতুনগঞ্জ, চাক্তাই ও নতুন ব্রিজ এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
আরও পড়ুন : চট্টগ্রামে নামিদামি ব্র্যান্ডের মোড়কে চা পাতা বেচতে গিয়ে ধরা, মিলল ১৫০০ কেজি পচা চা
জানা যায়, অভিযানে খাতুনগঞ্জে দোকানে মূল্য তালিকা না রাখায় একতা ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং একই অপরাধে চাক্তাইয়ের জগন্নাথ বাণিজ্যালয়কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ কেক ও চকলেট সংরক্ষণ করায় নতুন ব্রিজ এলাকার দোহা ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক নাসরিন আক্তার আলোকিত চট্টগ্রামকে বলেন, দোকানে মূ্ল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ কেক ও চকলেট বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম